চট্টগ্রামের সীতাকুণ্ডে হাবিবুর রহমান (১৬) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার শেখপাড়ার একটি ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
হাবিবুর সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা। তিনি সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন সড়কের পাশে ভাড়া বাসায় থাকতেন। অটোরিকশাটি ভাড়ায় চালাতেন তিনি। এ ঘটনায় আটকরা হলেন- সন্দ্বীপের বাসিন্দা মো. বাপ্পী ও রাজীব।
তারা সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে ভোরে হাবিবুরের অটোরিকশায় উঠেন তিন ছিনতাইকারী। রাস্তা ফাঁকা পেতেই হাবিবুরের ওপর আক্রমণ শুরু করেন। একপর্যায়ে হাবিবুরকে কুপিয়ে জখম ও গলা কেটে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেন। পরে অটোরিকশা বিক্রি করতে বাপ্পী ও রাজীব স্থানীয় একটি গ্যারেজে যান। গ্যারেজের মালিক দাম জানতে চাইলে মাত্র ১০ হাজার টাকা বলায় তার সন্দেহ হয়। তিনি অটোরিকশায় লিখে রাখা একটি ফোন নম্বরে কল করে জানতে পারেন অটোরিকশাটি ছিনতাই হয়েছে। এ সময় চারপাশে থাকা লোকজন বাপ্পী ও রাজীবকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা চালককে খুন করে অটোরিকশাটি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খুনের ঘটনায় জড়িত আরেকজনের নাম মো. মহিউদ্দিন বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, অটোচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।