সিলেটে নিজ বাসা থেকে প্রিয়া শর্মা (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে জালালাবাদ থানার করেরপাড়া এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং এলাকার অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।
পুলিশ জানায়, সকালে প্রিয়া শর্মাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খিলগাঁওয়ে বাসায় ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ : রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার নিজ বাসায় মো. সিফাত আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করছে তার পরিবার। গত শুক্রবার রাতে ১৪৬০/এ বাসার অষ্টম তলার কক্ষে গলায় ফাঁস নেয় সিফাত। জানা গেছে, খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে সিফাত। সে খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে সিফাত বড়।
সিফাতের চাচাতো ভাই মো. ওসমান জানান, সিফাত রাগি প্রকৃতির ছিল। অল্পতেই যে কোনো বিষয়ে সে রাগান্বিত হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় মোবাইলে অনলাইনে অঙ্ক শিখছিল তার ছোট বোন ওয়াফা। এ সময় সিফাত জেদ ধরে মোবাইলটা তার এখনই লাগবে, ফেসবুকে কাজ করবে। এই নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়া হয়। পরে তাদের মা এসে সিফাতকে বকা দিয়ে বলেন, ‘তোর বোন এখন অনলাইনে অঙ্ক শিখছে, তুই পরে মোবাইল নিস।’ এই কথা বলার পর সিফাত নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের জানান। পরে আমরা দ্রুত সিফাতের কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার ছোটখাটো বিষয় নিয়ে সিফাত আত্মহত্যার চেষ্টা করেছিল।