বান্দরবানের থানচি উপজেলার নাফাখুমে গোসল করতে নেমে ইকবাল হোসাইন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানান, শুক্রবার ঢাকার ডেমরা-সারুলিয়া থেকে ১০-১২ জনের একটি টিম থানচির নাফাখুমে যায়। বিকালে নাফাখুমের গভীর পানিতে গোসল করতে নামলে স্রোতে তলিয়ে যান ইকবাল।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিজিবি সদস্যরা যোগ দিয়ে উদ্ধার অভিযান চালান।
তিনি জানান, গতকাল দুপুর পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধার না করা পর্যন্ত এ যৌথ অভিযান চলবে।