ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ধারাবাজার থেকে প্রধান আসামি আবুল বাশারকে (২৩) গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে অন্য আসামি মিলন মিয়া (২১) গ্রেপ্তার হন।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) আবদুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতে হালুয়াঘাট থানায় আবুল বাশার ও মিলন মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের অজ্ঞাত স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সকালে ভুক্তভোগীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন। পূজা দেখানোর কথা বলে মিলন তাকে নিয়ে স্থানীয় সালমা পার্কে সারা দিন ঘোরাঘুরি করেন। রাতে ভুক্তভোগীকে একই এলাকার আবুল বাশারের অটোরিকশায় তুলে দেন তিনি। আবুল বাশার তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে রাত ১১টার দিকে স্থানীয় গামারিতলা মোড়ে ফেলে চলে যান।