খুলনার দৌলতপুরে তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে পরিবারের লোকজন শব্দ শুনে রুমে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে তানভীর একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।