ক্রিকেট মাঠে খেলোয়াড়দের চোট পাওয়া নতুন কিছু নয়। তবে খেলার মাঝপথে গুরুতর ইনজুরিতে পড়লে দলে একজন কম নিয়ে লড়াই করতে হয়, যা ম্যাচের ভারসাম্যে বড় প্রভাব ফেলে। এমন পরিস্থিতি সামাল দিতেই বদলির নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নতুন এই নিয়মের নাম ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’, যা চালু হবে ভারতের ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্টগুলোতে। আগামী ২৮ আগস্ট শুরু হতে যাওয়া দুলিপ ট্রফি থেকেই কার্যকর হবে নিয়মটি। পরবর্তীতে রঞ্জি ট্রফিসহ অন্যান্য দীর্ঘ ফরম্যাটের প্রতিযোগিতায়ও এটি অনুসরণ করা হবে।
এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার গুরুতর ও বহিঃস্থ চোটে পড়লে বদলি খেলোয়াড় নামানো যাবে। তবে বদলি পেতে হলে সংশ্লিষ্ট চোটের মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে।
শুধু হ্যামস্ট্রিং টান, ক্র্যাম্প, স্ট্রেইন বা ছোটখাটো ইনজুরির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বদলি খেলোয়াড় অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ হতে হবে। ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার, অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার। স্কোয়াডে থাকা যেকোনো ক্রিকেটার যদি প্রোফাইল অনুযায়ী মিলে যায়, তাকেই মাঠে নামানো যাবে
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বদলির সুযোগ সীমিত কেবল কনকাশন সাব এবং কোভিড আক্রান্ত খেলোয়াড়দের ক্ষেত্রেই।
সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে রিশাভ পান্ত ও ক্রিস ওকসের ইনজুরি নিয়েই উঠেছিল বিতর্ক। চোটে পড়েও দলের প্রয়োজনে ব্যাট হাতে নামেন পান্ত। একইভাবে চোটে পড়া ওকস এক হাতে স্লিং ঝুলিয়ে ব্যাট করতে নামেন শেষ টেস্টে।
এমন দৃশ্যের পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলে বিসিসিআই। পরে বোর্ড সভায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত আসে ‘সিরিয়াস ইনজুরি’ বদলির নিয়ম চালুর।
ভারতের কোচ গৌতম গম্ভীর এই নিয়মের পক্ষে মত দিলেও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন না।
তবে আইসিসি আগেই জানিয়ে দিয়েছে, সদস্য দেশগুলো চাইলে নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে এই নিয়ম চালু করতে পারবে। সেই সুযোগই এবার কাজে লাগাচ্ছে বিসিসিআই।
বিডি প্রতিদিন/মুসা