রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে বক্তব্যে বড় পরিবর্তন আনলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এখন বলছেন, সাময়িক যুদ্ধবিরতি (সাময়িক যুদ্ধ বন্ধ) নয়, বরং পূর্ণ শান্তিচুক্তিই এই ভয়াবহ যুদ্ধ থামানোর একমাত্র উপায়।
এর আগে ট্রাম্প জোর দিচ্ছিলেন যুদ্ধবিরতির ওপর। আলাস্কার বৈঠকে কোনো বড় অগ্রগতি না হলেও ট্রাম্পের অবস্থান বদল ঘটলো।
ট্রাম্প এখন বলছেন, যুদ্ধবিরতি অনেক সময় টেকে না। তাই সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে—একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির দিকেই এগোতে হবে। তিনি এ বিষয়ে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফের কথা বলেছেন।
আলোচনায় উঠে এসেছে, রাশিয়া দোনবাস অঞ্চলে (দোনেৎস্ক ও লুহানস্ক) পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে। বিনিময়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়ার ফ্রন্টলাইন স্থির করে দিতে চায় তারা। তবে ইউক্রেন দোনবাস ছাড়তে রাজি হয়নি।
ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। জার্মান চ্যান্সেলর একে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখেছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য আসলে সময় কেনা (সময় নিয়ে প্রস্তুত হয়ে পরে বড় হামলা করা)।
আগামী সোমবার জেলেনস্কি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আবার বৈঠক করবেন। সেখানে ইউরোপীয় কয়েকজন নেতাকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া গত রাতেই ৮৫টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল