আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ আগস্ট (রবিবার) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে সবচেয়ে বড় চমক, থাকছেন না দলের অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই পরিবর্তিত স্কোয়াড নিয়েই ভারতকে হারানোর পূর্ণ বিশ্বাস প্রকাশ করেছেন প্রধান নির্বাচক আকিব জাভেদ।
পাকিস্তান বনাম ভারতের টি-টোয়েন্টি লড়াইয়ে পরিসংখ্যান এখনো ভারতের পক্ষেই। দুই দলের ১৩ দেখায় ভারত জিতেছে ৯ বার, পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচে, আর একটি ম্যাচ হয়েছে টাই। তা সত্ত্বেও ১৪ সেপ্টেম্বরের গ্রুপপর্বের ম্যাচে জয় দেখছেন আকিব।
আকিব বলেন,'পাকিস্তানের টি-টোয়েন্টি দল ভারতকে হারাতে পারে। ভারত বনাম পাকিস্তান সবসময়ই বড় ম্যাচ। এই ১৭ জনের স্কোয়াড যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আমাদের উচিত তাদের ওপর অযথা চাপ না দেওয়া। আমি এই দলের ওপর ভীষণ আশাবাদী।'
দলে না থাকলেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ক্যারিয়ার যে এখানেই শেষ নয়, তা স্পষ্ট করে দিয়েছেন আকিব। শেষবার গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাদের।
তিনি বলেন,'আমরা বাবর-রিজওয়ানকে পুরোপুরি বাদ দিইনি। বর্তমান দল নির্বাচনে আমরা উন্নতি ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রেখেছি। শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও ফখর জামানদের পারফরম্যান্সই তাদের জায়গা নিশ্চিত করেছে।'
আকিব আরও জানান, যেকোনো খেলোয়াড়ই ঘরোয়া কিংবা বিদেশি লিগে ভালো খেললে জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন।
'ক্যারিয়ার কখনোই হুট করে থেমে যায় না। যারা পারফর্ম করবে, তারাই দলে আসবে। পিএসএল, বিগ ব্যাশের মতো লিগে অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে অনেকে। আমাদের দরজা সবার জন্যই খোলা।'
বিডি প্রতিদিন/মুসা