বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে যিনি আদর্শচ্যুত হননি তাঁর নামই তো বেগম খালেদা জিয়া। তিনি আপস করতে পারতেন। করলে দেশে ও জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। এই বিশ্বাসঘাতকতা মানে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই পথ অবলম্বন করেননি। বরং মৃত্যুর সঙ্গে লড়েছেন তিনি। একবার না, একাধিকবার প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েও তিনি বিন্দুমাত্র ছাড় দেননি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ১৪০০ শিশু-তরুণ-কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভিতর নাশকতা করার চেষ্টা করছে। তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে, তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত নিপীড়ন-অত্যাচার হয়েছে, তারপরও কিন্তু কোনোদিন কারও সম্পর্কে, যারা অত্যাচার করেছে তাদের ব্যাপারে একটাও কটু কথা বলেননি। অত্যন্ত নীরবে নিভৃতে সব সহ্য করেছেন। যারা শত্রুতা করেছে, যারা তাঁকে শেষ করে দিতে চেয়েছে তাদের ব্যাপারেও কোনো কটু কথা বলেননি।