খুলনার দাকোপের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত সম্ভব হয়নি। এতে জোয়ারের পানিতে গতকাল উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। মৎস্যঘের, সবজির সঙ্গে ৩ হাজার বিঘার আমন ধান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, ঢাকী নদীর বাঁধ গত দুই দিনেও মেরামত না করায় দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী, কাঁকড়াবুনিয়া গ্রামসহ পুরো তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত হওয়ার উপক্রম। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ড আরও তৎপর হলে বাঁধটি আটকানো যেত। কিন্তু কালক্ষেপণ করায় প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে যায়। এর আগে মঙ্গলবার রাতেও বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঢাকী নদীর এই অংশে একটি বাঁক থাকায় পানির প্রবল স্রোত বেড়িবাঁধে আঘাত হানে। এ কারণে বারবার এই অংশে বাঁধ ভাঙে। বাঁধ মেরামতের কাজ চলছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, পানির প্রবল স্রোতে বাঁধ মেরামত কঠিন হচ্ছে। ভারী মেশিন এনে মেরামতের কাজ করতে পারলে ভালো হতো। তারপরও দ্রুত বাঁধ মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।