চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কমপক্ষে ৬৯২টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০৭ জন এবং আহত হয়েছে ৫ হাজার ৫৭৯ জন। নিহতদের মধ্যে বিএনপির ৭১ জন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জন, জামায়াতে ইসলামীর ৩ জন, বৈষম্যবিরোধী ছাত্রদের ১ জন এবং ইউপিডিএফের ৬ জন। অপর ৩ জনের রাজনৈতিক পরিচয় মেলেনি, যার মধ্যে ১ জন নারী রয়েছে। সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ১১১টি ঘটনায় ৮০ জন নিহত হয়েছে এবং দেড় শতাধিক আহত হয়েছে। গতকাল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ৯ মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক সহিংসতার ৬৯২ টি ঘটনার মধ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তর্কোন্দলে ৩৯৫টি ঘটনায় ৩ হাজার ৭৭৯ জন আহত ও ৬১ জন নিহত হয়েছে, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ১২৪টি সংঘর্ষে ৬২৪ জন আহত ও ১৯ জন নিহত, বিএনপি-জামায়াতের মধ্যে ৩৯টি সংঘর্ষে ৩২৫ জন আহত ও দুইজন নিহত, বিএনপি-এনসিপির মধ্যে ১৬টি সংঘর্ষে ১৩৪ জন আহত, আওয়ামী লীগ-এনসিপির মধ্যে ২০টি সংঘর্ষে ৫৬ জন আহত ও একজন নিহত, আওয়ামী লীগ-জামায়াতের মধ্যে ৭টি সংঘর্ষে ৯ জন আহত ও দুইজন নিহত, আওয়ামী লীগের অন্তর্কোন্দলে ১৩টি ঘটনায় ৭ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছে, এনসিপির অন্তর্কোন্দলে ১৩টি ঘটনায় ৪০ জন আহত, জাতীয় পার্টি- গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে ৩৩ জন আহত, পুলিশ-গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন এবং ৬২টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। প্রতিবেদনে আরো বলা হয়, ৯ মাসে হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৩৪০ জন সাংবাদিক। এ সব ঘটনায় হত্যা করা হয়েছে ২ জন সাংবাদিককে, আহত হয়েছেন ২০৯ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৩৬ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৫৪ জন ও গ্রেপ্তার হয়েছেন ১১ জন। এছাড়াও এ ৯ মাসে মব সহিংসতা ও গণপিটুনীর অন্তত ২৩৯ টি ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন এবং আহত হয়েছে ২১২ জন। এ নয় মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬১ টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ২৩ জন বাংলাদেশী নিহত, ৩৪ জন আহত ও ৫৬ জন গ্রেপ্তার হয়েছে। ৯ মাসে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫১১ জন নারী ও কন্যা শিশু । এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৩ জন, যাদের মধ্যে ৩৯৩ জন ১৮ বছরের কম বয়সী শিশু। গত ৯ মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংষর্ষে, হেফাজতে ও নির্যাতনে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।