বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডায় আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে বুধবার (১৩ আগস্ট) রাত স্থানীয় সময়ে টরন্টো ফিল্ম ফোরামের অফিসে এই অনুষ্ঠান হয়। শুরুতে মৈত্রেয়ী দেবী অতিথিদের স্বাগত জানান। পরে সাইফুল ওয়াদুদ হেলালের পরিচালনায় মিশুক মুনীরকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে মিশুক মুনীর ও তারেক মাসুদের সঙ্গে কাটানো স্মৃতিচারণ করেন টিএফএফ সভাপতি এনায়েত করিম বাবুল, সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলা কাজী, সাধারণ সম্পাদক মনিস রফিক, গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ, কবি দেলোয়ার এলাহী, নাট্যকার আহমেদ হোসেন, সৈয়দ ইকবাল, পারিবারিক বন্ধু হাবিবুল্লাহ টরি এবং তানজির আলম রাজিব প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ