বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (বিজিপিএএ)-এর বার্ষিক সায়েন্টিফিক মহাসম্মেলন গ শনিবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার এডিলেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। শতাধিক বাংলাদেশি চিকিৎসকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় লাল-সবুজের এক প্রাণময় মিলনমেলায়।
সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনে ছিল চিকিৎসকদের জন্য পেশাগত শিক্ষামূলক সেমিনার, সিপিডি প্রোগ্রাম এবং বিভিন্ন সহায়ক ক্লিনিকাল আলোচনা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ডা. নিজামুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. রফিকুর রহমান। সম্মেলনের ক্লিনিকাল ও সিপিডি সেশনে কেস প্রেজেন্টেশন করেন প্রথিতযশা চিকিৎসক ও বিশেষজ্ঞগণ।
দিনের শেষ প্রান্তে অনুষ্ঠিত হয় এজিএম, যেখানে নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। আগামী বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন ডা. পারভেজ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. সাজিদুল ইসলাম।
সন্ধ্যায় ছিল গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা, যার শিরোনাম ছিল ‘আমাদের ইত্যাদি’। চিকিৎসক পরিবারগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, নাচ, কবিতা আর মজার আড্ডায় ভরপুর হয়ে ওঠে অনুষ্ঠানমালা। দুই প্রোগ্রাম হোস্টের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকরা উপভোগ করেন এক অনন্য সন্ধ্যা। শেষ পর্যন্ত অ্যাডিলেডের জনপ্রিয় ব্যান্ড ‘রং’-এর সঙ্গীত পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
রাত ১১টার দিকে বিজিপিএএ’র বার্ষিক সায়েন্টিফিক মহাসম্মেলন ২০২৫-এর অসংখ্য স্মৃতিময় মুহূর্ত ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/জামশেদ