করোনা সংক্রমণ থেকে রক্ষায় সচেতনতা বাড়াতে বগুড়ার নন্দীগ্রামে হাতে মাইক নিয়ে রাস্তায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অনোয়ার হোসেন রানা।
মঙ্গলবার বিকালে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন অলিতে-গলিতে সচেতনতামূলক মাইকিং, পথচারীদের মধ্যে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন তিনি।
পৌরসভার ওমরপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত এক পথসভায় রানা বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন জনসচেতনতার কাজ চালিয়ে যাচ্ছে।
সচেতনতা বাড়াতে করোনার শুরু থেকে মাঠে আছি। সাধ্যমতো খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা করছি। এই মহামারী থেকে রক্ষা পেতে নিজেদের সচেতন হতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। মহামারীর এই সময়ে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান, ফেরদৌস আলম, কাউন্সিলর কালিপদ রায়, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, আল-জাহিদ, আকাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত