২৮ অক্টোবর, ২০২০ ১৪:০৩

চলাচলের অনুপযোগী সখীপুর ঘাটেশ্বরী-নয়াপাড়া সড়ক, দুর্ভোগ চরমে

টাঙ্গাইল প্রতিনিধি:

চলাচলের অনুপযোগী সখীপুর ঘাটেশ্বরী-নয়াপাড়া সড়ক, দুর্ভোগ চরমে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী-নয়াপাড়া সড়কটি দিয়ে ১০টি গ্রামের ৮ থেকে ১০ হাজার মানুষ প্রতিদিন সখীপুর উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে থাকেন। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সিএনজি, অটোরিকশা এমনকি ভ্যানও চলে না। পায়ে হেটে যাতায়াতে কাদাযুক্ত রাস্তায় অনেকে আচড়ে পড়ছেন। গর্ভবতী মাসহ রোগী বহনের অ্যাম্বুলেন্স, আগুন নির্বাপক ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের কথা চিন্তাই করা যায় না। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, সড়কটি অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ। ১০টি গ্রামের হাজারো মানুষের চলাচলকারী এ সড়কটি পাকাকরণের দাবি দীর্ঘদিনের। তিনিও সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানান। 

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ সড়কটি পাকা করণের কাজ টাঙ্গাইল প্রজেক্টের আওতায় নেয়া হয়েছে বলে জানান। দ্রুতই কাজ শুরু হবে বলে তিনি জানান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর