২৮ অক্টোবর, ২০২০ ১৪:২৭

ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি :

ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী ঘটনাস্থলের দু'দিকের ট্রেন চলাচল। উদ্ধারকাজ শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার মো: হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে সকাল পৌনে ১১টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটের কয়েকটি ট্রেন জয়দেবপুর ও টঙ্গী স্টেশনে আটকা পড়ে। পরে জয়দেবপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষে দুপুর ১২টা ১০মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর