২৮ অক্টোবর, ২০২০ ১৪:৫২

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

টানা ছয়দিন পূজার ছুটি কাটিয়ে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

বুধবার সকাল থেকে ভারতের বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এছাড়াও বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠা-নামার কাজ। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। 

হিলি স্থলবন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিকদের জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে টানা ছয়দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। তবে সেই ছুটি কাটিয়ে বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর