কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নিযুক্ত ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা বলেছেন, ভাস্কর্যের ব্যাপারে মৌলবাদী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি যা বলেছে তা অপপ্রচার। ইসলাম ধর্ম তাদের বক্তব্য সমর্থন করে না।
আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান অ্যাড. সিরাজুল মোস্তফা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার