ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা তিশা নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রিয়াজ মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া সদরগামী যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি ইঞ্জিনের অতিরিক্ত তাপের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের তাপে বাসের সিটগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়াও বাসের গ্লাসগুলো নষ্ট হয়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই