দিনাজপুরের গ্রামীণ শহর কাহারোলেও নিত্যদিন বাড়ছে যানজটের তীব্রতা। বিশেষ করে কাহারোলে উপজেলা সদরে হাটের দিন যানজটের তীব্রতা বেশি। এদিন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে কষ্টকর পরিস্থিতিতে পড়ে রোগীর লোকজন। যানজট নিরসনে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। যানজটে দুর্ভোগ লাঘবেও নেই কোন পদক্ষেপ।
স্থানীয়রা জানায়, কাহারোল উপজেলা সদরেই প্রতিদিন বসে বাজার। তবে বড় আকারে প্রতি শনিবার বসে কাহারোল হাট। হাটের দিন কাহারোলে বিভিন্ন এলাকা থেকে ভোর হতেই ভটভটিতে করে দূর দূরান্ত থেকে গরু আসে। গরু বহনকারী ও পণ্যবাহী ট্রাক্টর বেপরোয়া চলাচলে যানজোটের সৃষ্টি হয়। হাটের দিন কৃষকদের কৃষি পণ্য বিক্রয়ের জায়গা থাকে না। রাস্তার উপরে গরুর হাট ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বসানোর ফলে কাহারোল বাজারে যানজোট লেগেই থাকে। হাট-বার ছাড়াও যানজোটের কবলে পড়ে প্রায় প্রতিদিন।
কাহারোল থানা হতে কদমতলা পর্যন্ত দুই ধারে ভটভটি থাকে সারিবদ্ধ ভাবে, অন্যদিকে সেতাবগঞ্জ রোড সিনেমা হল থেকে আমতলা মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে ভটভটি দাড়িয়ে থাকে এবং বেলী ব্রীজের পূর্ব দিকে ১০ মাইল মোড়ে হাসপাতাল ও বীরগঞ্জ রোডে দাড়িয়ে থাকে ভটভটি। এইসকল ভটভটির কারণে যানজোট লেগেই থাকে কাহারোল বাজারে। কাহারোল সদরে সকাল ৮টা হতে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘন্টা পর পর যানজোট লেগেই থাকে।
এদিকে উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্স হতে জরুরি রোগী নিয়ে যেতে যানজটে পড়তে হয়।
দুর্ভোগে পড়া স্থানীয় এলাকাবাসী সড়কগুলিতে যানজোটের এই অবস্থা নিরসনের প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার