ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়পাশা এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার মেধাবী ছাত্রী হাফসা আক্তার দিথীকে আত্মহননে প্ররোচিত করার মামলার আসামি সন্ত্রাসী মামুন হাওলাদারের কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের মা মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিথীর ফুফু খাদিজা বেগম, মামা মাহফুজ হাওলাদার, বাবা নান্টু হাওলাদার এবং সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বক্তারা বলেন, বিচাহীনতার সংস্কৃতির কারনে দিন দিন অপরাধ বেড়ে চলছে। দিথী আত্মহত্যায় প্ররোচনাকারী সন্ত্রাসী মামুনের কঠোর শাস্তি দাবি করেন তারা।
গত ৩০ ডিসেম্বর নলছিটির রায়পাশা সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী হাফসা আক্তার দিথী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। নোটে তাকে সন্ত্রাসী মামুন হাওলাদার ধর্ষণ চেষ্টা করে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারী দিথীর বাবা নান্টু হাওলাদার বাদী হয়ে মামুনকে একমাত্র আসামী করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ গত ১১ জানুয়ারি মামুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার