রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর (৩৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগাছা রেলস্টেশনের অদূরে লাইনের ওপর ওই নারীর ত্রি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
ধারণা করা হচ্ছে, রাতের কোন একটি ট্রেনে কাটা পড়েন ওই নারী। ওই নারীর নাম শারমিন বেগম। তিনি উপজেলার অনন্তাম (কসাইটারী) গ্রামের শাহাদুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, দুই সন্তানের জননী শারমিন বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে নিহতের স্বামী জানান।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওয়াহেদ মন্ডল জানান, পীরগাছা স্টেশন ও শুকানপুকুরের (হ্যালিপ্যাড) মাঝামাঝি এলাকায় এক নারীর খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রাতে সর্বশেষ ট্রেন হিসেবে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তহার গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার