ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিনের শিশু কন্যা তিশা করিম (৭) নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতার শ্বশুর বাড়ি উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তিশা নিখোঁজ হয়।
এ ব্যাপারে মধুখালী থানায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম তুহিন নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
মো. রেজাউল করিম তুহিন জানান, তার বড় মেয়ে তিশা করিম গত ৬ জানুয়ারি আমার স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি মধুখালীর আড়পাড়া গ্রামে বেড়াতে যায়। ১১ জানুয়ারি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। সন্ধ্যার পর সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তিশাকে খুঁজে পাওয়া যায়নি।
তিশার পরনে গোপালি রংয়ের জামা, আকাশি রঙ্গের পাজামা এবং পায়ে গোলাপী বারমিজ স্যান্ডেল রয়েছে। তার উচ্চতা প্রায় তিন ফিট।
মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তিশাকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর