ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারবাড়ি রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। অজ্ঞাত ওই নারীর কাটা পড়া হাত-পা ও মাথা দুই মিটার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
বৃহস্পতিবার উপজেলার ময়মনসিংহ-ভৈরব চন্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে আঠারবাড়ি রেলস্টেশনের কাছে এলাকাবাসী এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পেয়ে জিআরপি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নারীর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই নারীর হাত-পা ও মাথা দুই মিটার এলাকা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে লাশের খণ্ড-বিখণ্ড অংশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এমআই