সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষ চলাকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন সেক্রেটারীর বাবা। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত নজরুল ইসলাম (৬০) নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা।
আহতরা হলেন, ওই এলাকার নওশের আলী ছেলে শাহজাহান, নাজের আলীর ছেলে রোস্তম মোড়ল ও সাঈদ মোড়ল।
এলাকাবাসী আরও জানায়, সাম্প্রতি সরাসরি ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠন হয়। এতে ফজলুল রহমান সভাপতি ও মাহাবুবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর গত শুক্রবার সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ১৩ সদস্য নিয়ে আলাদা গ্রুপিং শুরু করে। বিষয়টি নিয়ে সভাপতি ও সম্পাদকের মাঝে দ্বন্দ্ব বিরাজ করছিল।
আজ (১৫ জানুয়ারি) শুক্রবার স্থানীয় রজব আলী সরদার, বাপ্পি সরদার, রউফ সরদার, আনছার সরদার দুই পক্ষের সমস্যা সমাধানের জন্য আসেন। কিন্তু একটি পক্ষ সরদারদের কমিটিতে নেওয়া হবে না জানিয়ে গোলযোগের সৃষ্টি করে। তখনই শুরু হয় মারামারি।
বিডি প্রতিদিন/হিমেল