২৩ জানুয়ারি, ২০২১ ২০:০০

সখীপুরে ৬ অবৈধ করাতকল উচ্ছেদ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে ৬ অবৈধ করাতকল উচ্ছেদ

টাঙ্গাইলের সখীপুরে অবৈধ ভাবে গড়ে উঠা ছয়টি করাতকল উচ্ছেদ করেছে জেলা বন বিভাগ কর্মকর্তা। শনিবার দিনব্যাপী উপজেলার হতেয়া রেঞ্জের বাজাইল বিট ও হতেয়া সদর বিটে অভিযান চালিয়ে এসব করাতকল উচ্ছেদ করা হয়। জেলা সহকারী বন সংরক্ষক টাঙ্গাইল দক্ষিণ-১ এর কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসেন তালুকদার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় রেঞ্জ কর্মকর্তা আলাল খান।

হতেয়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হতেয়া বিটের হতেয়া এলাকার শাহীন আহম্মেদ, মো. দেলুয়ার হোসেন, হতেয়া রামখালি পাড়ার আবু সাঈদ, বাজাইল বিটের ভাতকুরা চালার চান মিয়া, কাজী পাড়ার মোসলেম উদ্দিন ও ইন্নতখার চালার রহিজ উদ্দিন লাইসেইন্স বিহীন করাতকল চালিয়ে আসছিলো। এ ঘটনায় জেলা সহকারী বন সংরক্ষক টাঙ্গাইল দক্ষিণ-১ এর কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসেন তালুকদার অভিযান চালায়। এসময় হতেয়া রেঞ্জ কর্মকর্তা ও বিটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা সহকারী বন সংরক্ষক টাঙ্গাইল দক্ষিণ-১ এর কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসেন তালুকদার বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা ৬ টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এবং এদের নামে বন আইনে মামলা দেয়া হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর