ফরিদপুরের চরভদ্রাসনে ডাকাতির প্রস্ততিকালে এক ডাকাত সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে চরভদ্রাসন থানার টহলরত পুলিশ ক্ষুব্ধ জনতার হাত হতে উদ্ধার করে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ওই ডাকাতের নাম এন্তাজ আলী (৩৫)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার সোভারামপুর এলাকার বাসিন্দা।
চরভদ্রাসন থানার পরিদর্শক মো. জাকারিয়া হোসেন জানান, গতকাল বুধবার রাতে টিলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ৯/১০ জন লোককে ঘোরাফেরা করতে দেখে জেগে থাকা রেজাউল নামে এক পাহারাদার। এ সময় তাদের সাথে বাদানুবাদ হয় রেজাউলের। একপর্যায়ে রেজাউলের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও এন্তাজ আলী ধরা পরে।
এ সময় জাকেরের সুরায় থাকা টহল পুলিশ খবর পেয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে। এ সময় উক্ত স্থান হতে দুটি রাম দা ও দুটি শাবল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর