সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আসলাম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে তাড়াশ থানা পুলিশ তাকে তাড়াশ ওয়াপধা বাঁধ এলাকা থেকে আটক করে। সে তাড়াশ পৌর সদরের উত্তর ওয়াবদা বাঁধ এলাকার আফসার আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, বখাটে আসলাম দীর্ঘদিন যাবত স্কুলছাত্রীকে উত্যক্ত করতো। এ নিয়ে স্কুলছাত্রীর বাবা জহুরুল ইসলাম বখাটে আসলামকে বারবার শাসনও করেছেন। কিন্তু বখাটে তা না শুনে উল্টো সুপার এডিটের মাধ্যমে স্কুলছাত্রীর ছবি ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে। এতে স্কুলছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসলামকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ও তৈরি করা পর্নো ছবিও জব্দ করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে বখাটে আসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন