পাবনার বেড়া উপজেলার মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা মহাসড়কের দুই পাশে অভিযান চালানো হয়।
এদিন সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী অভিযানে কাজীরহাট-পাবনা ও নগরবাড়ি-বগুড়া মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথম দিনে সকাল থেকে উপজেলার কাশিনাথপুর ফুল বাগান মোড়ের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রথম দিনেই ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও ম্যাজিস্ট্রেট, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। এ কারণে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ, বেড়ার উপ-সহকারী প্রকৌশলী আবুল বাসেত।
বিডি প্রতিদিন/এমআই