বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ এর একযুগে পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান।
পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি গৌতমাশিস গুহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি শামীম উল হক শাহীন।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক সোনা, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম খোকন, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দীপু, সাংবাদিক ফয়সাল জনি ও সঞ্জয় সাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই