কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর টেকনাফ সদর মৌলভীপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ মৌলভীপাড়া এলাকায় পাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারিকে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরে আসামির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ১৯ হাজার ৯০০ (ঊনিশ হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।'
তিনি আরও জানান, 'জিজ্ঞাসাবাদে আটক আলমগীর স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। আটককৃত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির