১৭ এপ্রিল, ২০২১ ২৩:১৭

সুন্দরবনের অভয়ারণ্যে অনুপ্রবেশ, পাঁচ মৌয়াল আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের অভয়ারণ্যে অনুপ্রবেশ, পাঁচ মৌয়াল আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সংরক্ষিত অভয়ারণ্যে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কোকিলমনি’র বনে অবৈধ অনুপ্রবেশ করে গোলপাতা ও জালানি কাঠ কাটার অভিযোগে পাঁচ মৌয়ালকে আটক করেছে বনরক্ষীরা।

এই আটক অভিযানের সময় কোকিলমনি টহল ফাঁড়ির ফরেষ্টার আবুল হোসেনকে লাঞ্ছিত করে আরও একদল মৌয়াল নৌকা নিয়ে কোকিলমনি অভয়ারণ্যের গহীনে পালিয়ে গেছে।  

সংরক্ষিত অভয়ারণ্যে অবৈধ অনুপ্রবেশকারী আটক পাঁচ মৌয়ালরা হলেন- শহিদুল হাওলাদার (৩৫), সলেমান হাওলাদার (৩০), রফিকুল গাজী (৪০), আফজাল (৪৫) ও রসুলপুর গ্রামের বেল্লাল (২৮)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। 

আজ শনিবার বিকালে আটক পাঁচ মৌয়ালদের নামে আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এব্যাপারে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, মৌয়ালরা অভয়ারণ্যে প্রবেশ করে গোলপাতা ও জালানি কাঠ কাটায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর