ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-ফিতরে নীলফামারী জেলায় ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন মানুষ ১৮ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা পাচ্ছেন। তাদের প্রত্যেককে দেয়া হবে ৪৫০ টাকা করে।
ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দপত্র জেলা পর্যায়ে এসে তা উপ-বরাদ্দ দেয়া হয়েছে উপজেলা এবং পৌরসভাগুলোতে।
জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা সূত্র জানায়, বরাদ্দের মধ্যে সদর উপজেলায় ৯০ হাজার ৬৯০ জনের মধ্যে ৪ কোটি ৮ লাখ ১০ হাজার ৫শ টাকা, জলঢাকা উপজেলায় ৭৮ হাজার জনের মাঝে ৩ কোটি ৫১ লাখ টাকা, ডোমার উপজেলায় ৫৩ হাজার ৭০১ জনের মাঝে ২ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা, ডিমলা উপজেলায় ৬৭ হাজার ১৮৮ জনের মাঝে ৩ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬শ টাকা, কিশোরগঞ্জ উপজেলায় ৫৬ হাজার ৫৪৭ জনের ২ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ১৫০ টাকা ও সৈয়দপুর উপজেলায় ৪৪ হাজার ৩২৬ জনের মাঝে ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৭শ টাকা এবং চার পৌরসভার মধ্যে নীলফামারীতে ৪৬২১ জনের মাঝে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, সৈয়দপুরে ৪৬২১ জনের মাঝে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, ডোমারে ১৫৪০ জনের মাঝে ৬ লাখ ৯৩ হাজার টাকা ও জলঢাকা পৌরসভায় ৩০৮১ জনের মাঝে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা প্রদান করা হবে।
সৈয়দপুর উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল হাসনাত মিথুন জানান, অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে ইউনিয়ন পর্যায়ে। তালিকায় নাম অন্তভুক্তে ১২টি শর্ত দেয়া হয়েছে এর বাহিরে কেউ সুবিধা পাবেন না।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেইন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়নে বলা হয়েছে। সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের এই টাকা বিতরণ শুরু হবে।
বিডি প্রতিদিন/আল আমীন