২০ জুন, ২০২১ ০০:০৪

টঙ্গীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গী প্রতিনিধি:

টঙ্গীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট  এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শারমিন আক্তার (৩৯)। সে ফেনী জেলার পশুরাম থানার গুথুমা গ্রামের ইলিয়াস মোরশেদের স্ত্রী। 

গাজীপুর মহানগরীর বাসান এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এ ঘটনায় লরি চালক রাজিব ও লরিটি আটকসহ নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শনিবার বিকালে মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে গাজীপুরের ভাড়া বাসায় যাচ্ছিলেন শারমিন। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী আরোহী। পরে স্থানীয়রা আহত অবস্থায় স্বামী ইলিয়াসকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহ-আলমের সাথে যোগাযোগ করলে নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর