জুমার নামাজের আগে মসজিদে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শুক্রবার সাড়ে ১২টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় কালেক্টরেট জামে মসজিদে মুসল্লীদের হাতে মাস্ক তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি সরকারের লকডাউন কার্যকর করতে সবার প্রতি অনুরোধ জানান এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
এছাড়া রাঙামাটির বিভিন্ন মসজিদে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে মসজিদে নামাজ আদায় করেন মুসল্লীরা।
বিডি প্রতিদিন/হিমেল