নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল। বুধবার দুপুরে উপজেলার ভূলতা এলাকায় অবস্থিত কারখানা পরিদর্শন করেন স্কপের আট সদস্য প্রতিনিধিদলের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেভার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয়ক বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক, রূপগঞ্জ থানা আঞ্চলিক শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন খান শাহিন ও সহ-সভাপতি আহমদ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই