নরসিংদীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। আজ শনিবার সকালে শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘সেভ লাইফ ব্লাড ক্লাব-নরসিংদীকে’ অক্সিজেন সিলিন্ডার প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তিনি।
এ প্রসঙ্গে এমপি তামান্না নুসরাত বুবলী জানান, করোনার এই মহামারিতে অক্সিজেন সংকট চলছে। তাছাড়া অনেকেই আক্রান্ত হয়ে বাসায় আইসেলশনে আছেন। কারো কারো অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু ক্রয় করার মতো সামর্থ্য নেই। সেসব মানুষগুলোকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিতেই শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান সেভ লাইফ ব্লাড ক্লাবকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি।
যতদিন করোনা থাকবে, ততদিন এই সেবা চালু থাকবে। কেউ ফোন করলেই সিলিন্ডার পৌঁছে দেবে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
বিডি প্রতিদিন/আরাফাত