ব্রাহ্মণবাড়িযার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের অনাবাসিক রাষ্ট্রদূত এইচ ই এম আর কার্লরা মার্কু। মঙ্গলবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
বাংলাদেশে প্রবেশকালে দুই দেশের সীমান্ত রেখায় পর্তুগালের রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।
এসময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। পর্তুগালের রাষ্ট্রদূত আগামী ১৯ আগস্ট ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই