নিজ দলীয় কার্যালয়ের অফিসের মেঝে ধসে আহত হয়েছেন নেত্রকোনার খারিয়জুরী উপজেলা আওয়ামী লীগের সাতজন নেতা। দলীয় কার্যালয়ে সভা চলাকালে এ ঘটনা ঘটে। তবে অল্পের প্রাণে বেঁচে গেছেন সবাই। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের হাওর মালেক সিটি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের অফিসে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক ও খালিয়াজুরী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থীতা বাছাইয়ের জন্যে দলীয় অফিসে বর্ধিত সভা শুরু হয়। এতে উপজেলাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতারা অংশ নেন। সভা চলার সময় বেলা সাড়ে ১২টার দিকে দলীয় অফিসের মেঝের একটি অংশ হঠাৎ প্রায় ৫ ফুট নিচের দিকে দেবে যায়। আকষ্মিক এমন ঘটনায় কিছু বুঝে উঠার আগেই একজন অপরজনের উপর গিয়ে পড়েন। কেউ হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে দলের অন্য নেতা-কর্মীরা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউই গুরুতর আহত হননি।
তিনি আরো জানান, পরে বেলা পৌনে ২টার দিকে খালিয়াজুরী কলেজে সভার কাজ আবারো শুরু করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল