'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার রূপাপাত ইউনিয়নের ডহরনগর তদন্ত কেন্দ্রের আয়োজনে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা এবং রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, রূপাপাত ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোতা মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম