পটুয়াখালীতে মোটরসাইকেলের দুর্ঘটনায় রাজিব হোসেন নেগাবান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চর গজালিয়া গ্রাম এলাকার বাসিন্দা শাহ আলম নেগাবানের ছেলে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত ডাক্তার রাজিব হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপর যুবক সাইদুল ইসলাম রাজুকে (২৭) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই