ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ি পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এছাড়া ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মল্লিকবাড়ি পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
মল্লিকবাড়ি পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় ওয়ার্ড শ্রমীকলীগের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর হায়াৎ খাঁন নঈম, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলার আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহাবুব ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই