সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনীর শহিদ মিনার চত্বরে নাগরিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে চৌমুহনী পৌরসভার আয়োজনে র্যালিটি শহিদ মিনার থেকে শুরু হয়ে কাচারী মসজিদ হয়ে ডেল্টা গেইটে এসে শেষ হয়।
পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ।
বিডি প্রতিদিন/এএ