নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২৬৮০ জন কৃষকের হাতে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ১৭৬০ জন কৃষকের মাঝে কেজি করে উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার কৃষকদের মাঝে তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ