চাঁপাইনবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা মহল্লার মো. আমিনুল ইসলামের ছেলে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পোলাডাঙ্গা মহল্লার আরামবাগ এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ফয়সাল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরামবাগ এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় শিশু ফয়সাল। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ