লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক চাপায় ৭ বছরের শিশু হাসামনি নিহত হয়েছে। এসময় শিশুটির মা আহত হয়ে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটি ভোটমারি ইউনিয়নের দরগারপাড় এলাকার স্থানীয় বাসিন্দা সাদেক আলীর ছেলে সাজু মিয়ার কন্যা। শুক্রবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দরগারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দরগারপাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি বিয়ের বাস রাস্তায় দাঁড়িয়ে ছিল। মা ও শিশুটি অপরদিকের সাইড ক্লিয়ার দেখতে পেয়ে রাস্তা পারাপার করতে গেলে পাটগ্রাম থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক মা ও শিশুটি ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। এবং শিশুটির মা তহমিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ