ময়মনসিংহের ফুলপুরে পিক-আপের ধাক্কায় দুমড়ে মুচড়ে ভেঙে গেছে একটি প্রাইভেট কার। এসময় একজন মহিলা আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার মোকামিয়া আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কারকে শেরপুরগামী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়।
এসময় প্রাইভেট কারে থাকা একজন মহিলা গুরুতর আহত হন। পরে মহিলাটিকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার এসআই মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গুরুতরভাবে কেহ আহত হয়নি। গাড়ি দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ