গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ১৩টি গরু ও দুইটি মহিষসহ ৫ জন ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
ছিনতাইকারীরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব দরকাবিল এলাকার আব্দুল হাকিমের ছেলে নুর মোহাম্মদ (৫৫)ও এলাকার মেহের আলীর ছেলে আব্দুল্লাহ (১৮) , কুষ্টিয়া সদর থানার গাজানগর এলাকার হাসেম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার আব্দুল জলিলের ছেলে আরিফুল ইসলাম (৪৫) ও একই থানার মাইজদিয়া মুন্সিপাড়া এলাকার জয়নাল ইসলামের ছেলে রাকিবুল হাসান (১৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ট্রাকভর্তি গরু ছিনতাই করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সিএনজি পাম্পের সামনে হাইওয়ে (এস আই) আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে চেকপোস্ট বসিয়ে ওই ট্রাকটিকে আটক করে। এসময় ওই ট্রাকের ভিতরে ১৩টি গরু ও ২টি মহিষসহ ৫জন ছিনতাইকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, ওই ট্রাকভর্তি গরু ও পাঁচজন ছিনতাইকারীকে আটক করে কালিয়াকৈর থানা হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ