প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজার রহমান ফিজার এমপি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।তারা আমাদেরই সন্তান, আমাদেরই পরিবারের সদস্য। যে পরিবারে প্রতিবন্ধী আছে সেই পরিবার জানে এর কষ্ট কী।
রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) অয়োজিত ডে কেয়ার থেরাপি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডে কেয়ার থেরাপি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এডিডি’র নির্বাহী পরিচালক মো.আহাদুজ্জামান সোহাগ।
এর আগে ফিতা কেটে থেরাপি সেন্টার উদ্বোধন করে ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনুষ্ঠানের অন্যন্য অতিথিদ্বয়।
এবং পরে সেখানে আমন্ত্রিত অতিথিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর সভাপতি পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা ষ্টেষ্টিং ফিজি এর সভাপতি রিয়া স্মিথ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ