ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবার 'স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন' প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, নার্সিং সুপার ভাইজার রাখি সায়মা প্রমুখ। এর আগে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
বিডি প্রতিদিন/এএ